ডিঙ্গেদহ প্রতিনিধি: ‘বাড়ছে সেবার মান, গ্রাম হবে শহর’ সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র পরিষদ সভাকক্ষে মাসব্যাপী ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১ এর উদ্বোধন করা হয়। গতকাল বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী শামীম ভুইয়া। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার। স্বপরিবারে তার হত্যার পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার লালিত স্বপ্নকে বাস্তবায়ন করে যাচ্ছে। মানুষ আগে বিভিন্ন কাজ কর্ম করতে পকেটের টাকা খরচ করে সময় নষ্ট করে শহরে যেতো। সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য গ্রাম হবে শহর কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে মানুষ গ্রামে বসেই সময় নষ্ট না করে সকল সেবা ভোগ করতে পারবে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। ভূমিহীনদের ভূমি এবং গৃহহীন মানুষদের ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, শঙ্করচন্দ্র ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, ইউপি সচিব আসাবুল হক মাছুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপির সকল সদস্যবৃন্দ, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীসহ গ্রাম পুলিশবৃন্দ।