মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজিজুল হাকিম মুন্না (২৩) নামে এক যুবক ঘরের আড়ার সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দর্শনা পৌরসভার শান্তিনগরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট ও আলামত সংগ্রহ করেন। মুন্না ওই এলাকার আব্দুল আলিমের একমাত্র ছেলে। মাদক সেবনের ফলে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল বলে জানায় তার পরিবার।
মুন্নার বাবা আব্দুল আলিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুন্না নিজ ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডাকতে ঘরের দরজা ধাক্কালে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। জানালা ভেঙে তাকে বের করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, মুন্না মনসিক ভারসম্যহীন ছিল। সুরতহাল রিপোর্টে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। তার বাবা-মাসহ স্থানীয়দের কোনো অভিযোগ নেই।

 

Comments (0)
Add Comment