মানসম্মত লেখাপড়ার পরিবেশ গড়ে তুলতে হবে

চুয়াডাঙ্গা কামিল মাদরাসার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে ইউএনও শামীম ভুঁইয়া

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কামিল মাদরাসার নব-নির্মিত চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া। গতকাল সকাল ১১ টায় চুয়াডাঙ্গা রেলবাজারস্থ কামিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, শুধু ভবন উদ্বোধন হলেই হবে না। এখানে মানসম্মত লেখাপড়ার পরিবেশ গড়ে তুলতে হবে। সরকার শিক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যেমন অবকাঠামো নির্মাণ করছে, তেমনি শিক্ষক নিবন্ধন প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিচ্ছে। এখন প্রয়োজন প্রকৃত শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সফল মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দীর্ঘদিনের চাওয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন আজ থেকে খুলে দেয়া হলো। এখন আপনাদের সরকারের উদ্দেশ্য সফল করতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও স্মার্ট হিসাবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে হবে। শিক্ষকদের দৃষ্টিভঙ্গি উন্নত না হলে শিক্ষা ব্যবস্থায় কোন পরিবর্তন আসবে না। তাই সবার আগে শিক্ষকদের বদলাতে হবে। দল, মত, আস্তাভাজন ও স্বজন-প্রীতির ঊর্ধ্বে থেকে প্রকৃত শিক্ষকের দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। সরকারি বিধি-বিধান মেনে প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করতে হবে। এর ব্যাত্যয় হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে প্রতিষ্ঠানে যেমন শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে, তেমনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে। তাহলেই দেশ পাবে একটি শিক্ষিত সচেতন নতুন স্মার্ট প্রজন্ম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকেও আধুনিক ও যুগোপযোগী করার ব্যবস্থা করেছেন। তাই এই সুযোগ কাজে লাগিয়ে আদর্শ মানুষ গড়ে তুলতে আপনাদেরকে কাজ করতে হবে। তাহলে আপনারা হতে পারবেন মানুষ গড়ার প্রকৃত কারিগর। আপনারা সমাজে মাথা উঁচু করে বলতে পারবেন আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর। আনুষ্ঠানিক উদ্বোধনী আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, উপাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল হাশেম, আবু বকর সিদ্দিক, দাতা সদস্য আবু দাউদ জোয়ার্দ্দার টিপু, ওয়াহিদুল ইসলাম মালিক ভাদু, বিদ্যুৎসাহী সদস্য আনোয়ারুল ইসলাম, শাজাহান খন্দকার, অভিভাবক সদস্য আব্দুর রহমানসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মাদরাসার সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সাইকেল স্ট্যান্ড এবং সাইন্স ল্যাব করতে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। একই সাথে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ছাত্র শিক্ষক মিলে শিক্ষা সফর আয়োজন বাধ্যতামূলক করার ঘোষণা দেন।

Comments (0)
Add Comment