মানববন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ পুলিশের হাতে গ্রেফতার ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারি মোস্তফা কামাল নামের এক ভুয়া ভন্ড কবিরাজ এলাকার সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। এ ঘটনায় এলাকাবাসী তার বিরুদ্ধে ফুঁসে ওঠে। তার বিরুদ্ধে মানববন্ধন করাসহ কুশাডঙ্গা গ্রামের আবু ছিদ্দিক নামের এক ব্যক্তি ঝিনাইদহ কোর্ট আদালতে ভন্ড কবিরাজ মোস্তফা কামালের নামে একটি প্রতারণামূলক মামলা দায়ের করেন। মামলার ও নিউজের সূত্রধরে ১৮ আগস্ট দুপুরে মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের অভিযানে তিন জন গ্রেফতার হয়। প্রতারক চক্রের তিন জন হলেন মহেশপুরের কুশাডাংগা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (৪৫), মফিজ উদ্দিন (৫৫) ও হুদা কুশাডাঙ্গা গ্রামের মুন্তাজ আলীর ছেলে জুলফিকার আলী (৪৬)। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের ঝিনাইদহ কোর্ট হাজতে পাঠানো হয়ছে।

 

Comments (0)
Add Comment