মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নেই

আলমডাঙ্গার বেলগাছিতে বিট পুলিশিং সমাবেশে এএসপি আনিসুজ্জামান

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ তথ্য দিন সেবা নিন’ এ সেøাগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে  প্রতিরোধে বেলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার বিকেলে থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান। এসময় তিনি বলেন, ‘বেলগাছি ইউনিয়নে মামলা খুবই কম। মাঝে মাঝে মাদকের মামলা হয়। দুই একটি মারামারি মামলা বেশ কিছুদিন আগে হয়েছে। এটা প্রমাণ করে এ ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয়। আমরা পুলিশের চাকরিতে যোগদান করেছি। আমাদের মূল উদ্দেশ্যে হলো মানুষের জান মালের নিরাপত্তা প্রদান করা। জনগণ যাতে সঠিক বিচার পায় সেই কাজটি আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি মন্তব্য করে তিনি বলেন, এ থানায় ওসি হিসেবে যিনি যোগদান করেছেন তিনি মাদকের বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রাখছেন। মাদকের সাথে যারা জড়িত তাদের কোনো ছাড় নেই। তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও ইভটিজিং রোধে আপনারা অবশ্যই পুলিশকে সাহায্য করবেন।

সমাবেশে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল। বিট পুলিশিং সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ইকরামুল হোসাইন। আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মজিরন খাতুন, তাপসী নেছা, শ্রীমতি লীনা বিশ^াস, সাধারণ সদস্য মেহেরাজ আলী, ঠান্ডু আলী, লাল্টু আলী, রাহান আলী, রবিউল ইসলাম, হারুন অর রশিদ, বেল্টু মালিথা, আলমডাঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম, এসআই লিটন কুমার, এসআই সমীর চন্দ্র, এসআই আশিকুল হক, এএসআই রাসেল তালুকদার, সাবেক ইউপি সদস্য বিপ্লবসহ বেলগাছি ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।

Comments (0)
Add Comment