মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মেহেরপুর জেলায় বডিবির্ডিং শো ও ক্যারাতে প্রদর্শন ২০২১ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনাসভা ও বডিবির্ডিং শো ও ক্যারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, রাশিদুল আনোয়ার, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আলী আকবর, আতাউর রহমান, সবুজ হোসেন, জাহিদ ইকবাল, শিমুল, আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, জয়নাল আবেদীন, হাসানুজ্জামান হিলন।
পরে সেখানে ক্যারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে মাদকমুক্ত সমাজ গঠনে একটি র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড় হতে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যাগে গিয়ে শেষ হয়।