মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ৩জন নারীকে ৫৮বিজিবি আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোরে ৫৮ বিজিবির অধীনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দল গোপনসূত্রে অভিযান চালিয়ে উপজেলার বাঘাডাঙ্গা বাজার থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে সাতক্ষীরা জেলার কলরোয়া থানার কিসমি ইলিশপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে শাকিলা খাতুন (৪০), নড়াইল জেলার কালিয়া থানার তারাপুর গ্রামের হাসান আলী মোল্লার মেয়ে তাসলিমা খাতুন (২৩) ও মামুনের স্ত্রী তানিয়া বেগমকে (২৫) আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।