মহেশপুর প্রতিনিধি: মহেশপুর যাদবপুর সীমান্তে নারীসহ ৩জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার দুপুরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে কানাইডাঙ্গা মাঠের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাপলীভাঙ্গা গ্রামের ভগোবতী ঠিকাদারের ছেলে পরিতোষ টিকাদার (৩৩), রেপতী বালার স্ত্রী লক্ষ্মী বালা (৪০), একই থানার হাতিয়ারা গ্রামের নিত্য বিশ্বাসের ছেলে শংকর বিশ্বাস (২৬)। বিজিবি জানায়, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।