মহেশপুর প্রতিনিধি: মঙ্গলবার ভোরে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপির টহল দল মাটিলা মাঠে একটি মেহগুনি বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার নিজড়া গ্রামের রিন্টু উকিল (৩৫), বাগেরহাট জেলার শরণখোলা থানার কদমতলা গ্রামের রকিব (৩৫), রকিবের স্ত্রী রেহানা বেগম (২৭), তপন ম-ল (৩৯), যশোর জেলার বেনাপোল থানার পেড়–লী গ্রামের সেলিম রেজা (৩৪), লিলি খাতুন (২৬), মাদারীপুর জেলার কালকিনি থানার রাজারচর গ্রামের রঘুনাথ ঘরামী (২০), নড়াইল জেলার কালিয়া সদর থানার মিশান শেখ (৩০), রাজিয়া খাতুন (৩১), রকিব (৩), নাজমা খাতুন (৩০) ও রিয়া মনি (১৯)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।