মহেশপুরে ৫৮ বিজিবি’র পৃথক অভিযানে শিশুসহ ৯জন আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর সীমান্ত ৫৮ বিজিবি’র পৃথক অভিযানে শিশুসহ ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে ৫৮ বিজিবি’র অধিনস্থ সামন্তা ও মাটিলা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশবাড়িয়া মাঠের ভেতর থেকে যশোর জেলার ঝিকরগাছা থানার কুলাকুল গ্রামের মতলেবের ছেলে তমিজ উদ্দিন(৩৮), একই জেলার বাঘারপাড়া থানার বসতপুর গ্রামের সেলিম শেখের স্ত্রী সহরবানু (২৭), নোয়াখালী জেলার সেনবাগ থানার আবুল বাশারের ছেলে আলমগীর (৩৩), খুলনা জেলার তেরখাদা থানার নলিয়াচর গ্রামের আরাফাতের স্ত্রী বৃষ্টি (১৯), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ধুঁপতারা গ্রামের জসিমের স্ত্রী সীমা (২৩) ও মাটিলা মাঠের ভেতর থেকে ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল গ্রামের বাদল মজুমদারের ছেলে সবুজ মজুমদার (৩১), সবুজ মজুমদারের স্ত্রী সানজিদা আক্তার (২২) এবং তাদের দুই শিশু সোহা (৫) ও ইশা (৩)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

Comments (0)
Add Comment