মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ১২টির মধ্যে ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। বাকি ৬টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থী। বিজয়ীরা হলেন এসবিকে ইউপিতে বিদ্রোহী প্রার্থী আরিফান হাসান চৌধুরী লুথান, ফতেপুর ইউপিতে বিদ্রোহী প্রার্থী গোলাম হায়দার লান্টু, পান্তাপাড়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী মাজহারুল ইসলাম স্বপন, স্বরূপপুর ইউপিতে নৌকার প্রার্থী মিজানুর রহমান, শ্যামকুড় ইউপিতে বিদ্রোহী প্রার্থী জামিরুল ইসলাম, নেপা ইউপিতে নৌকার প্রার্থী সামসুল হক মৃধা, কাজীরবেড় ইউপিতে বিদ্রোহী প্রার্থী মো. ইয়ানবী, বাশবাড়িয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউপিতে নৌকার প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ, নাটিমা ইউপিতে নৌকার প্রার্থী আবুল কাশেম মাস্টার, মান্দারবাড়িয়া ইউপিতে নৌকার প্রার্থী আমিনুর রহমান এবং আজমপুর ইউপিতে নৌকার প্রার্থী শাহজাহান আলী। নির্বাচনে ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্যপদে ৪০৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১৬টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ৪৫ হাজার ৮২৯টি।