মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইমান শেখ (৬৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ফতেপুর শিশুতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের মৃত তোতা শেখের ছেলে।
এলাকাবাসী ও থানাসূত্রে প্রকাশ, নিহত ইমান শেখ মহেশপুর লেপ তোষকের কারখানায় কাজ করেন। গতকাল সকালে তিনি বাইসাইকেল যোগে মহেশপুরে আসার পথে শিশুতলা বাজারের নিকটবর্তী চাঁদপুর নামক স্থানে কাশেম সরদারের ছোয়া মিলের সামনে শাপলা পরিবহন তাকে ধাক্কা দেয়। স্থানীয়ারা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।