মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় গত দু’মাসে শিশুসহ ১৯৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
সূত্রে প্রকাশ, গত দেড়মাসে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২১জন শিশু ৫৫ জন নারী ও ১২০জন পুরুষ মোট ১৯৬ জন আটক হয়। এরমধ্যে ৫জন রোহিঙ্গা রয়েছে। আটককৃতরা জানায়, তাদের বাড়ি যশোর, ফরিদপুর, মাগুরা, বাগেরহাট, খুলনা, ভোলা, সাতক্ষীরা, নড়াইল, ময়নসিংহ, কুমিল্লা, খাগড়াছড়ি ,গোপালগঞ্জ, পিরোজপুর, নাটোর, নোয়াখালী ও জেলায় এবং ৫ জন রোহিঙ্গা কক্সবাজার উখিয়া-৪নং ক্যাম্প থেকে পালিয়ে এসে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। ভারত থেকে যারা আসছে তারা দিল্লি, ব্যাঙ্গালুর, হায়দারাবাদ, পুনে ও কোলকাতায় বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলো।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, সীমান্তে পারাপার ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে ও মানবপাচার আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।