মহেশপুরে শুল্ক ছাড়াই চলছে রমরমা বিড়ির ব্যবসা

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে শুল্ক ছাড়াই চলছে একাধিক কোম্পানির রমরমা বিড়ির ব্যবসা। ফুলে ফেঁপে উঠেছে একটি অসাধু ব্যবসা চক্র। বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আমদানি করা সাহেব বিড়ি, আজাদ বিড়ি, আলম বিড়ি, লাখি বিড়ি, রংপুর থেকে নিয়ে আসা আজিত বিড়ি মহেশপুর উপজেলাসহ পার্শ্ববর্তী জীবননগর, কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলায় একটি অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বাজারজাত করছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিড়িগুলোতে সরকারি কোনো ব্যান্ড রোল বা শুল্ক রোল দেয়া হচ্ছে না। তারা নিজস্ব ব্যান্ড রোল তৈরী করে বিড়ির প্যাকেটে লাগিয়ে বাজারজাত করছে। এতে কোম্পানিগুলো ৫০% লাভবান হচ্ছে। সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব থেকে। কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুরের সাহেব বিড়ির মালিক মোহাম্মদ আলী মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের মুল্লুক মিয়ার ছেলে শফিকুলের মাধ্যমে বাজারজাত করছে। আজাদ বিড়ি উপজেলার একতারপুর গ্রামের শহিদুলের মাধ্যমে এবং আজিত বিড়ি রাখালভোগা গ্রামের ইব্রাহিমের ছেলে হাবিবের মাধ্যমে বাজারজাত করছে। এ সকল ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে।
স্থানীয় এক ব্যবসায়ী জানায়, এই বিড়ি কম দামে বিক্রি করা যায় এবং লাভও অধিক হয়। সচেতন মহল আবগারি শুল্ক বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে।

 

Comments (0)
Add Comment