মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। গত রোববার সন্ধ্যায় র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদ হায়দারের নির্দেশনায় একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার চরকাতলা বাজারে একটি মুদি দোকানের ভেতর থেকে কৃঞ্চপুর গ্রামের মৃত জালাল ম-লের ছেলে সালাম ম-লকে (৪০) ২ কেজি গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যা, অপহরণকারী, মানবপাচার ও প্রতারণার অভিযোগ রয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।