মহেশপুর প্রতিনিধি: উপজেলার পুরন্দপুর গ্রামে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ঝিনাইদহ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় একই গ্রামের রুস্তম আলীর ছেলে আশিকুর রহমান আশিককে অভিযুক্ত করা হয়েছে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় বাদীর অভিযোগ শুনানি শেষে তা আমলে নিয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মহেশপুর থানাকে নির্দেশ দিয়েছেন। গত ৪ মে রাতে ওই যুবতীর পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে লম্পট আশিক তার বাড়িতে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে বিচার চেয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত কারণে বাদীর অভিযোগটি থানায় রেকর্ডভুক্ত না করে কালক্ষেপণ করতে থাকে। ফলে বাধ্য হয়ে ধর্ষণের বিচার চেয়ে ১২ মে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালতের নির্দেশে মহেশপুর থানায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, আসামিকে গ্রেফতারর জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।