মহেশপুর প্রতিনিধি: সোমবার ভোরে মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত নুর মোহাম্মদ যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, রোববার বিকেলে গোয়ালহুদা গ্রামের মৃত আকবর ম-লের ছেলে নুর মোহাম্মদ (৭০) গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় স্থানীয় ইউপি নির্বাচনের এক মেম্বার প্রার্থীর মোটরসাইকেল শো-ডাউনের একজন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে মহেশপুর হাসপাতালে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আহত ব্যক্তি যশোরে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।