মহেশপুরে নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত পরশু বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সঙ্গে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়িতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামির বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করে। তিনি আরও জানান, তাকে শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment