মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে গলায় ফাঁস দিয়ে রায়হান (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান রামচন্দ্রপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে পারিবারিক কারণে মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। সকাল সাড়ে ৮টার দিকে রায়হান সকলের অগোচরে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের সাথে গলায় গামছায় ফাঁস দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মায়ের সঙ্গে অভিমান করে শিশুটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারপরও এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সুরতহাল রিপোর্ট করে এসআই নর-উত্তম জানান, শিশুটির মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।