মহেশপুরে এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় চেক বিতরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, সালাউদ্দিন, সামছুল আলম মৃধা, নাজমুল হুদা জিন্টু, মিজানুর রহমান, জামিরুল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার গরিব, দুস্থ ও অসহায় ৬৯ জনের মাঝে ২ লাখ ৭১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment