ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৩০০ পিস ইয়াবাসহ সবুজ ম-ল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের পিপিএম নেতৃতে মহেশপুর উপজেলার ভৈরবা ক্যাম্প পুলিশ অভিযান চালায় মাইলবাড়িয়া ছাগলমোড়ের গোল চত্বর বটগাছের নিচে জনৈক জাকিরের মুদি দোকানের সামনে। এসময় গ্রেফতার করা হয় শ্যামকুড় গ্রামের হোসেন ম-লের ছেলে সবুজকে। পরে পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।