মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া, সাংবাদিক আব্দুর রহমান ও সরোয়ার হোসেন। এছাড়া আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সোহাগ হোসেন ও লাখি খাতুন। তারা ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. তহমিনা খাতুন।
বক্তারা আনসার ও ভিডিপি উন্নয়ন এবং তাদের কর্ম তৎপরতা আরো বৃদ্ধি করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুজনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জসিম উদ্দিন নামে এক পুরুষ সদস্যকে একটি বাইসাইকেল ও শিরিনা আক্তার নামে এক নারী সদস্যকে সেলাই মেশিন প্রদান করা হয়।