মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ গাঁজাসেবীর প্রত্যেককে ৩ মাসের কারাদ- ও ২শ’ টাকা করে অর্থদ-াদেশ দেয়া হয়েছে। গত রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ওই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো মেহেরপুর পৌরসভার কালা চাঁদপুর গ্রামের রহিস উদ্দিন শেখের ছেলে সিরাজুল ইসলাম, তাঁতিপাড়ার কাওসার আলীর ছেলে মাসুম, খাঁ পাড়ার দীন মোহাম্মদের ছেলে খোকন, বেড়পাড়ার জয়নাল আবেদীনের ছেলে জুয়েল রানা, বড়বাজারের আব্দুল কুদ্দুসের ছেলে আলিমুজ্জামান ও একই এলাকার তালেবের ছেলে মাহিরুল ইসলাম। এছাড়া মেহেরপুর সদর উপজেলার বাড়াদি গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল হালিম ও কামদেবপুর গ্রামের আখের আলী ছেলে রফিকুল ইসলাম এবং গাংনী উপজেলার আজান গ্রামের কিতাব আলীর ছেলে মেহেদী হাসান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, এদিন দুপুরের দিকে মেহেরপুর কালাচাঁদপুর এলাকার কাশেম শাইজীর আখড়ায় আটককৃতরা একত্রে বসে গাঁজা সেবন করছিলো। এ সময় ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনকারীরা তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯ এর ১ এর (ঘ) ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদ- ও ২শ’ টাকা জরিমানা করেন।
ওসি শাহ দারা খান আরো জানান, সাজাপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।