ভ্রাম্যমাণ আদালতে সাইফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি উত্তোলনকারীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অপরাধীরা। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালতসূত্র জানায়, গাংনী উপজেলার হিন্দা গ্রামের বিলপাড়ার কাজলা নদীর পাশে অবৈধভাবে মাটি উত্তোলন করছে এমন অভিযোগ পাওয়া যায়। এ সময় অভিযান চালিয়ে মাটি উত্তোলনকারী গাড়ির চালক সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থানা আইন ২০১০ এর ৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দ-িত সাইফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নিকোশিন্দাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে এখানে ভাড়াতে মাটি উত্তোলন করতে এসেছিলো। তবে যারা তাকে ভাড়া করে এনেছে অজ্ঞাত কারণে তারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী বলেন, আমরা যাকে স্পটে পেয়েছি তাকেই জরিমানার আওতায় এনেছি।

 

Comments (0)
Add Comment