মেহেরপুর অফিস: মেহেরপুরের একটি ভ্রাম্যমাণ আদালতে সদর উপজেলার চাঁদবিল গ্রামের আনারুল স্টোর থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ৩ হাজার ৬শ’ শলাকা পূর্বানী সিগারেট জব্দ করা হয়েছে ও বিক্রয় প্রতিনিধির নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাঁদবিল গ্রামের আনারুল স্টোরে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ৩ হাজার ৬শ’ শলাকা পূর্বানী সিগারেট জব্দ করা হয়। একই সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ১০ ধারা ও ২০১৫ সালের ৯এর ১(ঙ) বিধি মতে বিক্রয় প্রতিনিধি জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে শফিউল ইসলামের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে সদর উপজেলা স্যানেটারি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।