কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সাথে ধাক্কায় তানভীর আহম্মেদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার গার্লস স্কুলপাড়ার ইকবাল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমানবিক কেন্দ্রে ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন। ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে মোটরসাইকেলযোগে (কুষ্টিয়া-হ-১২-৪৯৫৬) রূপপুর যাচ্ছিলেন তানভীর আহম্মেদ। উক্ত স্থানে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী ফুলঝড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-০৯১৪) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভীরের মৃত্যু হয়।