ভেড়ামারায় প্রধানমন্ত্রীকে নিয়ে ‘ফেসবুকে’ মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ফেসবুকে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে নাঈম বিশ্বাস (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১২। আটককৃত নাঈম উপজেলার রামচন্দ্রপুর এলাকার সাবদুল বারি বিশ্বাসের ছেলে। র‌্যাব ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার উদ্দেশে বিভ্রান্ত্রি ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে দুপুর ২টায় নাঈমকে আটক করা হয়। নাঈমের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment