কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা করছে না কিছু অসাধু ব্যবসায়ীরা। একের পর এক জরিমানা গুনছে তবুও খোলা রাখছেন ব্যবসা প্রতিষ্ঠান। একই অপরাধে ভেড়ামারার রুবেল অটোকে প্রথমবার চেয়ে আটগুন বেশি জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।
গত মঙ্গলবার বেলা ১১টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ ভেড়ামারা পৌর এলাকায় এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করায় রুবেল অটোকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার দ্বিতীয়বার একই অপরাধ করায় তাকে ৪০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। একই অপরাধ করার দায়ে গত ২৬ এপ্রিল ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে একই এলাকার সোহেল ইলেকট্রনিক্সকে ৫ হাজার, মোবাইল প্লাজাকে ৫ হাজার এবং উজালা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুল জানান, অপরাধ প্রথমবার করার কারণে রুবেল অটোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধ আবারও করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।