আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। পরিবর্তনে অঙ্গীকার বদ্ধ, এ সেøাগান নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা ও করতালির মধ্য দিয়ে গতকাল বুধবার জেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষে শপথ গ্রহণ শেষে বেলা ৩টায় স্থানীয় পুরাতন ইউপি ভবনের সামনে বকুল তলায় ভোটার ও সর্মথকদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে সুরা পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু। তিনি বলেন, দায়িত্ব নেয়া যত সহজ, জনগণের এ দায়িত্বের বোঝা পালন করা অত্যান্ত কঠিন। জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভালোবাসা দিয়ে সকল যড়যন্ত্র মোকাবেলা করে মানুষের মন জয় করে আপনাদের এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ মুন্সি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, নবনির্বাচিত চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক শাহিনুর রহমান, আন্দুলবাড়িয়া প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, নববর্িাচিত সদস্য নজরুল ইসলাম, শিক্ষক ইকবাল হোসেন জুয়েল, আ. লীগ নেতা সাজ্জাত হোসেন, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, লিঙ্কন খান ও সাইফুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মহাসীন আলী খান, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, ডা. সালাহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, কাজি আহসান হায়দার, ৯নং ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, ৮নং ওয়ার্ড আ. লীগের সভাপতি আব্দুর রহমান, নবনির্বাচিত সদস্য ও নারী আসনের সদস্যবৃন্দ, ইউনিয়ন আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সার্বিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিয়ন আ. লীগের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান।