ভালাইপুর মোড়ে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি সড়ক উদ্বোধন

 

ভালাইপুর প্রতিনিধি: ভালাইপুর মোড় বাজার পুলিশ ফাঁড়ির জন্য ও পান হাটের রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় বাজার পুলিশ ফাঁড়ির জন্য যাতায়াতের জন্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি সড়ক ও পানের হাটে যাতায়াতের জন্য শাহাদত হোসেন সড়কের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য জিল্লুর রহমান, চিৎলা ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, তৌহিদুল ইসলাম ফকা, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা মুক্তার, সানোয়ার হোসেন, ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হাজি আমির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি প্রমুখ।

Comments (0)
Add Comment