জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গোয়ালপাড়ার একটি আমবাগানে অভিযান চালিয়ে এক বোতল ভারতীয় মদসহ ওই গ্রামের রিজিয়া খাতুনকে (৪৫) আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে গয়েশপুর বিওপি’র বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মদসহ তাকে আটক করে। এ ছাড়াও গতকাল নতুনপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্তের একটি আমবাগান হতে ৫৯ বোতল ফেনসিডিল ও গয়েশপুর বিওপির বিজিবি সদ্যসা শুক্রবার ওই এলাকার একটি লিচু বাগান হতে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল মদ উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির নায়েক কেএম রহিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোয়ালপাড়ার মিন্টু মোল্লার আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সেখান হতে ১ বোতল ভারতীয় মদসহ গোয়ালপাড়া গ্রামের মৃত দৌলত বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুনকে আটক করে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজিবি তাকে জীবননগর থানায় সোপর্দ করেছে। নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা নতুনপাড়া সীমান্তের ঘাটপাড়ার আসকরের আমবাগানে গতকাল পৌনে ৩টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং গয়েশপুর বিওপি’র হাবিলদার মোবারক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টিম গোয়ালপাড়ার একটি লিচু বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল মদ উদ্ধার করে। মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান খান উপরোক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।