স্টাফ রিপোর্টার: ভাঙারি ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগে সম্রাট হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজারে দুজনকে মারপিট করার সময় তাকে আটক করা হয়। আটককৃত সম্রাট হোসেন গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। রাতেই সম্রাটকে তিতুদহ ক্যাম্পে নিয়েছে পুলিশ।
জানা গেছে, খাড়াগোদা বাজারের ভাঙারি ব্যবসায়ী আলামিনের কাছে বেশ কিছুদিন ধরে চাঁদাদাবি করে আসছিলেন চিহ্নিত মাদকাসক্ত সম্রাট হোসেন। চাঁদার টাকা না পেয়ে বিভিন্ন সময় আলামিনকে হুমকি-ধামকিও দিতেন তিনি। অব্যাহত হুমকির কারণে গতকাল সকালেই প্রতিষ্ঠান গুটিয়ে বাজার ছেড়েছেন ভাঙারি ব্যবসায়ী দশমাইলের দশমী গ্রামের আলামিন। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে বাজারের অপর ভাঙারি ব্যবসায়ী ইজাজুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন সম্রাট। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ ঘটনায় পরে ইজাজুল হক স্থানীয় তিতুদহ ক্যাম্পে সম্রাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্রাট হোসেনের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। যাকে ইচ্ছা মারধর করে। দেশীয় অস্ত্র নিয়ে হুমকি-ধামকি দেয়। তার ভয়ে এক ব্যবসায়ী বাজার ছেড়েছে। এর আগে এক প্রবাসীর স্ত্রী ঘর নির্মাণ শুরু করলে সেই কাজও জোর করে বন্ধ করে দেয় সম্রাট। ইউপি নির্বাচনের সময় সাবেক চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোরও মূলহোতা ছিলো এই সম্রাট। কার ইশারায় একের পর এক অপরাধ করার সাহস পায় তা প্রশাসনের খতিয়ে প্রয়োজন বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী।