লাবলু রহমান: মাটির ওপরের হিউমাসযুক্ত বালুকায় স্তরটিকে টপ সয়েল বলে। আরো ভালো করে বলতে গেলে মাটির উপরের সেই অংশ যেখানে গাছপালা জন্মে অর্থাৎ মাটির উপরের উর্বর অংশ হল টপ সয়েল। টপ সয়েল না থাকলে কোনো গাছপালা বা শস্য জন্মাবে না। শস্য উৎপাদন টপ সয়েলের ভূমিকা তাই অপরিসীম।কিন্তু অর্থের লোভে একশ্রেণীর ভূমিদস্যুরা এই কাজে লিপ্ত রয়েছে। আর প্রতিরোধ্য হিসেবে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন এলাকাবাসী। কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে এসব জমির টপ সয়েল কিনে নিচ্ছেন। বলা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের কথা। ইউনিয়নের বেশ কয়েক জায়গায় ভূমি দস্যুদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। ধানী জমির টপ সয়েল এক্সেভের দিয়ে কেটে পুকুর খননের নামে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। আর মাটিবাহী এই বেপরোয়া গতির প্রতিযোগিতামূলক ট্রাক্টরের চলাচলে গাড়ি থেকে মাটি পড়ে এলাকার রাস্তাঘাট অবস্থা নাজুক হয়ে পড়েছে। হালকা বৃষ্টির পানিতে ঘটছে দুর্ঘটনা। ঠিক পাকা রাস্তা অনেকটা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এলাকার সাধারণ জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা নিরুপায় হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক একজন জানান, স্থানীয় ভূমি অফিসে জানালে তারা এসে বন্ধ করলেও অদৃশ্য কারণে পুনরায় মাটি বিক্রির ধূম বয়ে যায়। ধানী জমির টপ সয়েল পর্যন্ত গিলছে ইটভাটাগুলো। ফলে আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। কৃষি প্রধান দেশ হিসেবে নগরায়ন গড়তে ইট প্রস্তুত করা সাংঘর্ষিকে রুপ নিয়েছে।
এদিকে গড়াইটুপি টু বিত্তিরদাড়ি সড়কের ব্রিজের সন্নিকটে স্থানীয় যুবলীগ নেতা ও মাটি ব্যবসায়ী মিলে ব্রিজের সামনে আওলাদ বিশ্বাসের পুকুর কেটে মাটি ও বালু বিক্রি করেছেন। ওই সড়কে ট্রাক্টর থেকে মাটি পড়ে বৃষ্টির কারণে গত কয়েকদিন আগে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিন্তু তাতে কোনো হতাহত হয়নি। এছাড়াও গহেরপুর টু বাটিকাডাঙ্গা সড়কের ২য় ব্রিজের সামনে পুকুর খনন করা হয়েছে।এতে পানি চলাচলে স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হতে পারে এবং প্লাবিত হবার আশঙ্কা করছেন গ্রামবাসী। এছাড়াও কামরিয়ার বিলের পুকুর পুনঃ খননের নামে মাটি বিক্রি হয়েছে।