বেগমপুরের সুবদপুর-বোয়ালমারি মাঠে ফুর্তি করতে গিয়ে বিপত্তি

বেগমপুর প্রতিনিধি: বেগমপুরের সুবদপুর-বোয়ালমরি মাঠে গভীর রাতে জনৈক তিন নারী নিয়ে ফুর্তি করতে গিয়ে ঘটেছে বিপত্তি। গ্রামবাসির তাড়া খেয়ে পুরুষ সদস্যরা পালিয়ে গেলেও আটক হয়েছে মক্ষিরানী। বিষয়টি নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়।
গ্রামসূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের সুবদপুর-বোয়ালমারি গ্রামের মাঠে মঙ্গলবার দিবাগত গভীর রাতের দিকে দোস্ত গ্রামের এক মক্ষিরানীকে নিয়ে ১০-১২ জন যুবক ফুর্তি করতে যায়। বিষয়টি টেরপেয়ে বোয়ালমারি গ্রামের বেশ কয়েকজন বেরসিক যুবক মাঠটি ঘিরে ফেলে। এসময় মক্ষিরানীকে ফেলে ওই যুবকেরা পালিয়ে যায়। গ্রামবাসী ঘটনাস্থল থেকে মক্ষিরানীকে আটক করে গ্রামে নিয়ে আসে। গ্রামসূত্র জানিয়েছে, ওই রাতে ঘটনার সাথে কৃষ্ণপুর গ্রামের মিনারুল, সুবদপুর গ্রামের সোহেল, কুন্দিপুর গ্রামের জাফর ও সুবদপুর গ্রামের আকাশের নাম মক্ষিরানীর মুখে তখনই জানাগেছে। বাকিদের নাম নিয়ে এলাকায় নানামুখি গুঞ্জন অব্যাহত রয়েছে। খবর পেয়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছুলে আটককৃত মক্ষিরানীকে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। তবে অপর একটি সূত্র জানিয়েছে, ওই মক্ষিরানী বহিরাগত ২জন মহিলাকে টাকার বিনিময়ে ভাড়া করে মাঠে নিয়ে যায়। গ্রামবাসীর তাড়া খেয়ে তারাও পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়।

Comments (0)
Add Comment