স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেগমপুর বিলপাড়ায় ৭ যুবক পতিতা নিয়ে ফুর্তি করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। বাকিরা দিয়েছে গা ঢাকা। বিষয়টি নিয়ে এলাকায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
জানাগেছে, চুয়াডাঙ্গার দর্শনা ধানাধীন এলাকার বেগমপুর বিলপাড়ার ৭ যুবক জনৈক ব্যক্তির লিচু বাগানে মঙ্গলবার রাত ১০টার দিকে এক পতিতা নিয়ে ফুর্তি করছিলো বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলো গ্রামের মহনের ছেলে নাজমুল, শফির ছেলে নাইম, ইসমাইল হোসেনের ছেলে রেজাউল, ফারুকের ছেলে বিপ্লব, হযরত আলীর ছেলে রুবেল, আবু কালামের ছেলে আনার ও ঝাঝরি গ্রামের রিপন। এসময় বেরশিক লোকজন তাদের ধাওয়া করে। খবর পেয়ে বেগমপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুল ও নাইমকে আটক করতে পারলেও কৌশলে সটকে পড়ে জনৈক পতিতা। কতিপয় যুবকের এহেন কর্মকা- নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। দর্শনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন, যে কোন ধরণের সামাজিক অপরাধ বা অনৈতিক কর্মকা- পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। সমাজ ব্যবস্থা ভালো রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে অপরাধ অনুযায়ী আইন প্রয়োগ করতে পুলিশ বদ্ধপরিকর। অন্যায়ের সাথে কোনো আপষ করিনি বা করবো না। কারণ এ সমাজ আপনার আমার সকলের।