সরোজগঞ্জ প্রতিনিধি: বৃষ্টির সময় পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গার সরোজগঞ্জের ঝিলখালিপাড়ার যুবক জুয়েল রানা। গতকাল বুধবার সন্ধ্যার দিকে নিজের পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। নিহত জুয়েল রানা (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট ঝিলখালিপাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি পাখিভ্যান নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে কাপড় বিক্রি করতেন। গতকালও বিভিন্ন গ্রামে কাপড় বিক্রি শেষে বাড়ি ফিরে বৃষ্টির মধ্যে নিজ পাখিভ্যানে চার্জ দিতে যান তিনি। এ সময় দুর্ঘটনাবশত চার্জারের সাথে বৈদ্যুতিক লাইন সংযুক্ত হয়ে যায়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান জুয়েল রানা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া।