বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে কোমরপুর কবরস্তানের পাশে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে গার্ড অব অনার প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মুজিবনগর পুলিশের একটি চৌকস দল গার্ড অনার প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে সেখানে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Comments (0)
Add Comment