দর্শনা অফিস ঃ দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেল প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক নারী কেলেংকারির অভিযোগ রয়েছে। প্রায় ওই হোটেলে কপোত-কপোতি আটকের ঘটনায় ব্যাপক সমলোচিত হয়েছেন হোটেল মালিক মিন্টু। মোটা অংকের টাকায় হোটেলের কক্ষ ভাড়া দিয়ে এ ধরণের অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। এবার হোটেল কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় পরস্ত্রীকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে হোটেল কক্ষে ধর্ষনের পায়তারা চালিয়ে ব্যার্থ হয়েছে দর্শনা রামনগর তালতলাপাড়ার অভিযুক্ত লম্পট রাজু আহমেদ। পুলিশের উপস্থিতিতে
সকল পরিকল্পনা ভেস্তে গেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত লম্পট রাজু ও হোটেল ম্যানেজার সাজ্জাদ। কৌশলে হোটেল মালিক মিন্টু পালালেও মামলা থেকে শেষ রক্ষা হয়নি। মিন্টুকে হন্যে হয়ে খুজছে পুলিশ। দর্শনা রামনগর তালতলাপাড়ার জামাল উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ নিজের পরিচয় গোপন করে মোবাইল ফোনে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের যুবতীর সাথে। প্রায় ৩ বছর ধরেই তাকে মাবাইল ফোনে মিথ্যা স্বপ্ন দেখিয়ে আসছিলো রাজু। গত পরশু শনিবার সকাল ১০ টার দিকে যুবতী ও রাজু দর্শনা শাপলা পার্কে ঘুরতে যায়। পার্কে বহু মানুষের সমাগম থাকায় দুজনেই দর্শনা বাসস্ট্যান্ডস্থ হিমেল হোটেলের ২০৪ নং কক্ষ ভাড়া নেয়া হয় ২ ঘন্টার জন্য। যেখানে ২৪ ঘন্টায় এক কক্ষের ভাড়া মাত্র ২শ টাকা, সেখানে ২ ঘন্টার ভাড়া নেয়া হয় ১১০০ টাকা। হোটেল মালিক মিন্টু ও ম্যানেজার সাজ্জাদ মোটা অংকের এ ভাড়ার বিনিময়ে অবৈধ কার্যকলাপের সুযোগ করে দেন বলে অভিযোগ করেছেন গ্রেফতারকৃত রাজু। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই মাজহারুল ইসলাম, আ. রহমান খান ও আহম্মদ আলী বিশ্বাস অভিযান চালান হোটেলে। টানা ১ ঘন্টা ব্যাপি হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে অবশেষে তালাবদ্ধ অবস্থায় হোটেলের ২০৪ নং কক্ষ থেকে গ্রেফতার করা হয় রাজু ও যুবতীকে। মিতুর অভিযোগে জানা গেছে, রাজু তাকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে হোটেল কক্ষে ধর্ষনের অপচেষ্টা চালায়। ঠিক সময় মতো পুলিশ না আসলে আমার সর্বনাশ হয়ে যেতো। এ ঘটনায় দর্শনা রামনগর করিমপুরপাড়ার আবু বক্করের ছেলে হোটেল ম্যানেজার সাজ্জাদ হোসেনকেও (৩৮) গ্রেফতার করেছে। ওসি কাজল বলেছেন, সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় হোটেল মালিক মিন্টু। তবে হোটেল ব্যবসার আড়ালে অপকর্মের হোতা মিন্টুকে আমরা গ্রেফতারের জন্য খুজছি। এ ঘটনায় দর্শনা মিতুর বাবা মাসুম রানা বাদী হয়ে ওই দিনই গ্রেফতারকৃত রাজু, সাজ্জাদ সহ পালাতক মিন্টুর বিরুদ্ধে দর্শনা থানায় ধর্ষনের অপচেষ্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন।।