স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকারি চাকরীজীবীদের সন্তানদের নিয়ে বিভিন্ন বিষয়ে দেশব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ প্রবন্ধ লেখন প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার ছেলে শাদমান সাকিব জোয়ার্দ্দার কাফি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে দেশসেরা হয়েছে। চারটি শ্রেণিতে ভাগ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রবন্ধ, কলেজ পর্যায়ে রচনা, নবম ও দশম শ্রেণি পর্যায়ে কুইজ এবং সকল শ্রেণির জন্য ফটোগ্রাফি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাদমান সাকিব জোয়ার্দ্দার কাফির বিষয় ছিলো ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন’। গত ৮ ডিসেম্বর ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযােগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কাফির হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। শাদমান সাকিব জোর্য়াদ্দার কাফি চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার গোলাম মেহেরুল জোয়ার্দার শেলটন ও সেরিনা বেগমের পুত্র। তার পিতা-মাতা সকলের নিকট দোয়া চেয়েছেন।