বিএসটিএমপিআইএ’র পরিচালক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান জাহাঙ্গীর কবির শিমুল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস এন্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চুয়াডাঙ্গার কৃতিসন্তান জাহাঙ্গীর কবির শিমুল (শিমুল কবির) পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লাসহ বোর্ডের দুজন সদস্য সাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচনে ১০৫ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়ে জাহাঙ্গীর কবির পরিচালক নির্বাচিত হন। গত ৬ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গত ১১ নভেম্বর নির্বাচিতদের নিয়ে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পরিচালক পদে নির্বাচিত জাহাঙ্গীর কবির শিমুল (শিমুল কবির) চুয়াডাঙ্গায় থাকাকালে লেখাপড়ার পাশাপাশি জনসেবামূলক কাজে জড়িয়ে পড়েন। কয়েক বছর তিনি চুয়াডাঙ্গায় লেখাপাড়ার পাশাপাশি সাংবাদিকতাও করেন। তিনি ছিলেন ভোরের কাগজ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। সেসময় সংবাদকর্মী হিসেবেও তিনি নানা সফলতার স্বাক্ষর রাখেন। পরে ঢাকায় তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি ও পরে ব্যবসা শুরু করেন এবং বেশকিছু ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত হন। তিনি বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনেরও সদস্যপদ লাভ করেন এবং এই সংগঠনের নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। বিএসটিএমপিআইএ’র নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোতাহার হোসেন মোল্লা। সদস্য ছিলেন বিএম আমির হোসেন ও মাহমুদুর রহমান খোকন।

Comments (0)
Add Comment