বিএসটিআই অনুমোদন না থাকায় কার্পাসডাঙ্গার হাসি ফুডে জরিমানা

 

দামুড়হুদা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় হাসিফুড বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এ সময় হাসি ফুড বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ের নিয়মিত পরিদর্শন হিসেবে বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার নঈর রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস কার্পাসডাঙ্গা এলাকার বিভিন্ন ফুড বেকারিতে অভিযান চালান। এসময় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার হাসি ফুড বেকারির বিএসটিআইয়ের লাইসেন্সসহ বৈধ কোনো কাগজপত্র না থাকার অপরাধে বেকারি মালিক কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ের মৃত নূহু ম-লের ছেলে শহিদুল ইসলামকে (৪৫) বাংলাদেশ স্ট্যান্ডাডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ সালের ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে সকলপ্রকার বৈধ কাগজপত্র করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশ।

Comments (0)
Add Comment