বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপলক্ষে পৌর অ্যাসোসিয়ন হলে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সংগঠনের জেলা শাখার সভাপতি দয়াল সর্দ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও জেলা শিল্পকলা একাডেমি), মোহাম্মদ সাদাত হোসেন, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান তিতিল বাঁশফোর, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কিশোর কুমার কু-ু বাবু, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।

Comments (0)
Add Comment