বন্যার্তদের সাহাযার্থে জীবননগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফান্ডে জমা পড়েছে সাড়ে ৫ লাখ টাকা

জীবননগর ব্যুরো: ভারত ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সাহাযার্থে ইসলামী আন্দোলন জীবননগর শাখা জীবননগরে অর্থ সংগ্রহে নেমেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা গত ৪দিনে প্রায় সাড়ে ৫ লাখ টাকা সংগ্রহ করেছে। অর্থ সংগ্রহ এ অভিযান অব্যাহত রয়েছে। সংগ্রহকৃত অর্থ দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বন্যাদুর্গত এলাকার মানুষের নিকট পৌঁছুনো হবে। ইসলামী আন্দোলন বাংলাাদেশ জীবননগর শাখার সভাপতি মাও. মো. সাইফুল্লাহ জানান, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জীবননগর শাখা বন্যাকবলিত মানুষের সাহাযার্থে জীবননগর বাসস্ট্যান্ডসহ আন্দুলবাড়িয়া ও কেডিকে ইউনিয়নে অর্থ সংগ্রহ অভিযানে নামে।
গতকাল সোমবার পর্যন্ত ৪দিনে অর্থ সংগ্রহ দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার টাকা। গতকাল মঙ্গলবারও অর্থ সংগ্রহ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং সংগ্রহকৃত অর্থ দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বন্যা দুর্গতের নিকট পৌঁছুনো হবে বলে জানান মাও. মো. সাইফুল্লাহ।