বন্যাকবলিত মানুষের সহয়তায় দামুড়হুদায় পথসভা লিফলেট বিতরণ

দামুড়হুদা অফিস: ‘দেশ ভাসছে বন্যায়, নিরব থাকা অন্যায় সেøাগানে’ বন্যাকবলিত মানুষের সহয়তায় দামুড়হুদায় পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় দামুড়হুদা উপজেলাবাসীর আয়োজনে ওই পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। পথসভায় দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ জান মোহাম্মদ, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সহসভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক সাদেক আলী বিশ্বাস পাখী। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল হাই জনি, ইয়ানবী, আতিয়ার রহমান মিলন, হাফিজ শিকদার ও হাফিজুর রহমান প্রমুখ। পথসভা শেষে অতিথিবৃন্দ বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তায় সাহায্যর আবেদন সম্বলিত মোবাইল নম্বর বিকাশ (০১৭১৯-০৩৩৬৫৮) উল্লেখ করে লিফলেট বিতরণ করেন। সেই সাথে দলমত নির্বিশেষে বন্যার্তদের সহায়তায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। পথসভার প্রধান অতিথি পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম তার বক্তব্যের পর বন্যাকবলিত মানুষের সহায়তায় নগদ ১০ হাজার টাকা ফান্ডে জমা দেন এবং পরবর্তীতে আরও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। আজ সোমবার থেকে বন্যাকবলিত মানুষের সহয়তায় দামুড়হুদা উপজেলাবাসীর উদ্যোগে গঠনকৃত এই ফান্ডে রসিদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

Comments (0)
Add Comment