স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির আহাদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নৌকার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছেন। দেশে এখন উন্নয়ন বইছে বলেই এদেশের মানুষ ধানের শীষকে চায় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ ভালোভাবে চলছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশবাসীর সেবা করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসহ সব ধরনের চাহিদা পূরণ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে জনগণের বিদ্যুৎ, রাস্তা-ঘাট, কৃষকের সার কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের চাহিদা পূরণ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে আমাদের। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তৌহিদুর রহমান চন্দন ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, শেখ সেলিম, শাকিল আহমেদ টিপু, টুটুল, পৌর সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিনারুল ইসলাম মালিক। কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নতুন কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।