আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ আগস্ট সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, প.প কর্মকর্তা হাসানুজ্জামান খান, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলিম, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। আলোচনা সভায় কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ইউআরসি ইন্সটেক্টর জামাল হোসেন, মহিলা বিষয়ক অফিসার মাখসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসিবুজ্জামান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান প্রমুখ।