মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিম নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরে স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আজিম জয়পুরহাট জেলার রাঘবপুর গ্রামের সামাদ আলী ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩১ মে গাংনী উপজেলার পীরতলা ক্যাম্পের এএসআই সুবির রায় গোপন সূত্রে খবর পেয়ে কাজিপুর বামন্দী সড়কের বালিরঘাট নামক স্থান থেকে আজিমকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আজিম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ওই দ-াদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহীদ এবং আসামি পক্ষে অ্যাড. আতাউল হক কৌশলী ছিলেন।