দামুড়হুদায় র্যাব-৬ ঝিনাইদহ’র মাদকবিরোধী সফল অভিযান
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় র্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেনসিডিলসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। আটক দু মাদক ব্যবসায়ীর মধ্যে সুজাউদ্দোলা রাজিব (৩২) জয়রামপুর মল্লিকপাড়ার আমজাদ হোসেনের ছেলে এবং আবু সাইদ (৩০) দামুড়হুদা পুরাতন বাস্তুপুরের রবিউল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পুলিশ পরিদর্শক রেজাউল করীম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়রামুপর মল্লিকপাড়ার একটি চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছে থাকা বাজার করা দুটি ব্যাগের মধ্য থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পুলিশ পরিদর্শক রেজাউল করীম বাদী হয়ে মামলা দায়ের পূর্বক ফেনসিডিলসহ তাদের দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেন। পুলিশ গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের উভয়কে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।