আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে পল্টির ফার্ম পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে ইমাদুল হক নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ৫ জুলাই সকালে ইমাদুল গ্রামের নুহু নবীর মুরগীর ফার্ম পরিস্কার করার কাজে যায়। বেলা সাড়ে ১০ টার দিকে মুরগীর ফার্ম থেকে ইমাদুলের আধা পুড়া লাশ উদ্ধার করে।
জানা যায়, বেলগাছি গ্রামের শাহাজান আলীর ছেলে ইমাদুল হক (৩৫) পেশায় একজন দিন মুজুর। প্রতিদিনের ন্যায় সকালে কাজে বের হয়ে যায়। ৫ জুলাই রবিবার সকাল ৬টার দিকে গ্রামের কুন্ডপাড়ার মৃত ফকির মন্ডলের ছেলে নুহু নবীর পরিত্যাক্ত পোল্ট্রি ফার্মের ঘর পরিষ্কার করতে যায়। বেলা সাড়ে ১০টার দিকে খাবার খাওয়ার জন্য ইমাদুলকে ফার্মের মালিক নুহু নবী ডাকতে থাকে। এসময় মালিক নুহু নবীর নাকে পুড়া গন্ধ পেয়ে দ্রুত ইমাদুলকে ডাকতে ডাকতে ফার্মে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ইমাদুল বিদ্যুৎ স্পষ্ট হয়ে তার শরীল পুড়ে গন্ধ বের হচ্ছে। মালিকের ডাকে সারা না দিলে ফিরে আসার সময় পুড়া গন্ধ পেয়ে মালিক নুহু নবী ফার্মের ভিতরে প্রবেশ করে। মালিক নুহু নবীর -চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফার্মের বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে ইমাদুল হকের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়। দুপুর পর আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ইমাদুলের লাশের সুরতাহাল রিপোর্ট করে দাফনের জন্য অনুমতি দিয়ে আসে। সন্ধ্যায় জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। বিদ্যুৎ স্পষ্টে নিহত ইমাদুলের ২টি মেয় ১টি ছেলে আছে। ছেলেটা প্রতিবন্ধি।