মহেশপুর প্রতিনিধি: ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় সোমবার সকালে চিকিৎসাধীন থাকাবস্থায় মহেশপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১জনে।
থানা ও পারিবারিকসূত্রে জানা গেছে, উপজেলার সামন্তা গ্রামের কাশেম আলীর ছেলে আতিয়ার রহমান মন্টু (৪৫) যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উল্লেখ্য, গত ২১ মার্চ সামন্তা গ্রামের এক হিজড়ার সম্পত্তি ও অর্থ ওয়ারেশসূত্রে পাওয়ার জন্য পরিবারের লোকজন মাইক্রোবাসযোগে ঢাকায় যাচ্ছিলেন, পথিমধ্যে ঢাকা-ঝিনাইদহ সড়কে ফরিদপুর জেলার কানাইপুর থানার মাজকান্দি নামক স্থানে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আইনজীবী ও শিশুসহ ১০ জন নিহত হয় এবং গুরুতর আহত হয়ে ৬জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম আতিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।